নেটো মিত্রদের বিরুদ্ধে অভিযোগের সুর চড়ালেন ট্রাম্প

নেটো মিত্রদেশগুলো প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করছে না বলে এবার তাদের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 11:04 AM
Updated : 26 May 2017, 01:56 PM

কয়েকটি নেটো সদস্যদেশ এ খাতে ‘বিপুল অঙ্কের অর্থ বকেয়া রেখেছে’ বলে ট্রাম্প সরাসরি তাদেরকে তিরস্কার করেছেন।

একইসঙ্গে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেছেন, মিত্রদেশগুলো জঙ্গিদের ঠেকাতে আরও বেশিকিছু না করলে তাদেরকে এ সপ্তাহে ম্যানচেস্টারে বোমা হামলার মত আরও হামলার শিকার হতে হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনার কনসার্টে গত সোমবার রাতের আত্মঘাতী হামলায় ২২ জনের প্রাণহানির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “সন্ত্রাসকে ঠেকাতেই হবে। তা না হলে ম্যানচেস্টারে যে ভয়াবহতা আপনারা প্রত্যক্ষ করেছেন, তেমনটি আরও বহু জায়গায় চিরতরে চলতেই থাকবে।”

“নিরাপত্তা নিয়ে এই মারাত্মক উদ্বেগের একই কারণেই আমি খুবই সরাসরি একথা বলছি... যে নেটো সদস্যদেরকে শেষপর্যন্ত তাদের নিজ নিজ অংশের অর্থ ষুষ্ঠুভাবে পরিশোধ করতেই হবে।”

নেটোর নানাবিধ বাজেটের মধ্যে সদস্যদেশগুলোর অবদান অনেকটাই ঐচ্ছিক। তারপরও ট্রাম্পের কথাকে সমর্থন করে নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, “ট্রাম্প সরাসরিভাবে কথা বললেও মিত্রদের কাছ থেকে তিনি যা আশা করেন সেটি সহজে এবং পরিষ্কার করেই বলেছেন।”