আরবে রোজা শনিবার থেকে

রমজানের চাঁদ বৃহস্পতিবার দেখা না যাওয়ায় আগামী শনিবার থেকে রোজা রাখা শুরু করবে আরবের মুসলিমরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 05:50 PM
Updated : 26 May 2017, 12:53 PM

সৌদি আরবের কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত দিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

সৌদি আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোও একই সিদ্ধান্ত নিয়েছে বলে খালিজ টাইমস ও গালফ টাইমস জানিয়েছে।

সাধারণত সৌদি আরবের এক দিন পরে বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।

ভোররাতে সেহরি খেয়ে উপবাস শুরু হয় মুসলিমদের, সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভঙ্গ করা হয়।

হিজরি সালের মাসগুলো চাঁদ দেখার পর শুরু হয়।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে মুসলিম প্রধান এই অঞ্চলে রমজান মাস শুরু হবে। সেক্ষেত্রে ২৫ জুন সেখানে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সের সদস্য খালিদ আল-জাককে উদ্ধৃত করে আরব নিউজ বলেছে, “এই বছর (মধ্যপ্রাচ্যে) রোজা শুরু হবে শনিবার, শেষও হবে শনিবার। এবার রমজান মাস হবে ২৯ দিনে।”