নিউজিল্যান্ডে বেসরকারি কেন্দ্র থেকে প্রথম রকেট উৎক্ষেপণ

আমেরিকার একটি কোম্পানি নিউজিল্যান্ড থেকে মহাকাশে একটি রকেট উৎক্ষেপণ করেছে। কোনও বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণ এটিই প্রথম।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 02:54 PM
Updated : 25 May 2017, 03:02 PM

কোম্পানিটি জানিয়েছে, রকেট ল্যাবের ১৭ মিটার দীর্ঘ (৫৬ ফুট) ইলেক্ট্রন রকেট নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের মহিয়া উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়।

নিউজিল্যান্ড থেকে  মহাকাশে এ ধরনের রকেট উৎক্ষেপণ এটিই প্রথম। সস্তা ও একবারের জন্য ব্যবহারযোগ্য রকেটে ছোট্ট স্যাটেলাইট কিংবা অন্যান্য জিনিস পাঠানোর উদীয়মান বাজারের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

কোম্পানিটি এবছরের শেষ দিকে বাণিজ্যিক ভিত্তিতে ঘন ঘন রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে।

প্রথমবারের মত রকেট উৎক্ষেপণের পদক্ষেপটি কোনও গণমাধ্যমে প্রকাশ করেনি কোম্পানিটি। তবে তারা তাদের টুইটার পাতায় রকেট উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে।