ভূমিধসের কবলে আমেরিকার বিখ্যাত প্রশান্ত উপকূলীয় মহাসড়ক

আমেরিকার অন্যতম বিখ্যাত রুট ক্যালিফোর্নিয়া প্যাসিফিক কোস্ট হাইওয়ের একটি অংশ ভূমিধসে চাপা পড়েছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 05:27 AM
Updated : 25 May 2017, 05:27 AM

শনিবার মাড ক্রিক এলাকায় পর্বত থেকে ধসে পড়া দশ লাখ টনেরও বেশি পাথর ও মাটি জনপ্রিয় ওই মহাসড়কটি বন্ধ করে দিয়ে সামনের সাগরে গিয়ে পড়েছে, জানিয়েছে বিবিসি।

ভূমিধসে মহাসড়কটির পৌঁনে এক মাইলের মতো অংশ ৪০ ফুট উঁচু মাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়েছে। তবে ব্যাপক এ ভূমিধসের ঘটনায় কেউ হতাহত বা কোনো সম্পদের ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার অন্যতম পর্যটন আকর্ষণ বিগ সারের মধ্য দিয়ে এই মহাসড়কটি গিয়েছে। বিগ সারের পবর্তময় উপকূল পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য।

ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ মহাসড়কটি থেকে মাটি ও পাথর সরাতে কাজ করে যাচ্ছে। জানামতে এটি ক্যালিফোর্নিয়া রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিধসের ঘটনা বলে দ্য সান লুয়িস ওবিস্পো ট্রিবিউনকে জানিয়েছেন পরিবহন বিভাগের মুখপাত্র সুসানা ক্রুজ।

বন্ধ হয়ে যাওয়া মহাসড়কটি ব্যবহারের জন্য কবে আবার খুলে দেওয়া যাবে তা তাদের জানা নেই বলে জানিয়েছেন সুসানা।

জানুয়ারি মাস থেকে পরপর বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মহাসড়কটির কয়েকটি অংশ আগে থেকেই বন্ধ ছিল।