পাকিস্তানের সামরিক ফাঁড়িতে ভারতের বোমা হামলা

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সামরিক ফাঁড়িগুলোতে বোমা হামলা চালিয়েছে ভারত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 03:17 PM
Updated : 23 May 2017, 03:17 PM

সামরিক বাহিনীর মুখপাত্র অশোক নারুলা বলেন, জঙ্গিদেরকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকায় পাকিস্তানের সহায়তা বন্ধ করতে এ অভিযান চালানো হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, কাশ্মিরে জঙ্গিদের সংখ্যা কমলে স্থানীয় তরুণরা হাতে অস্ত্র তুলে নিতে নিরুৎসাহিত হবে।

তবে ভারতের হামলায় কোনও সেনাফাঁড়ি ধ্বংস হওয়ার কথা পাকিস্তান অস্বীকার করেছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কখন পাকিস্তানের সেনাফাঁড়িগুলোকে হামলার লক্ষ্য করা হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি। তবে এটি খুব সাম্প্রতিক সময়েই করা হয়েছে বলে জানান তিনি।

সেনাবাহিনীর ফুটেজে নিয়ন্ত্রণরেখার কাছে নওশেরা সেক্টরে পাকিস্তানের সামরিক ফাঁড়ি ধ্বংস হতে দেখা গেছে। পাকিস্তান তাৎক্ষণিকভাবে হামলার জবাব দেওয়া এবং ফাঁড়ি ধ্বংস হওয়ার ভারতীয় দাবি অস্বীকার করেছে।

পাক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, “ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর নওশেরা সেক্টরে পাকিস্তানি ফাঁড়ি ধ্বংস হওয়া এবং বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানের সেনাবাহিনীর গুলি চালানোর যে দাবি করেছে তা মিথ্যা।”