ঘাঁটিতে জঙ্গি হামলায় ১০ আফগান সৈন্য নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চীয় প্রদেশ কান্দাহারে আফগানিস্তানের সেনাবাহিনীর এক ঘাঁটিতে জঙ্গিদের হামলায় অন্তত ১০ সৈন্য নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 23 May 2017, 09:31 AM
Updated : 23 May 2017, 09:32 AM

সোমবার মধ্যরাতের ঠিক আগ মূহুর্তে চালানো এ হামলায় আরো নয়জন আহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলাত ওয়াজিরি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কান্দাহারের শাওয়ালি কোট জেলার আচাকজাই শিবিরে হামলার পর জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর কয়েক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ হয়েছে, এতে অন্ততপক্ষে ১২ হামলাকারী নিহত হয়েছে।

সোমবার রাতে আরেকটি ঘটনায়, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান স্পেশাল ফোর্সের অভিযানে অন্তত চার বেসামরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর।

নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গভর্নর দপ্তর। আহতদের মধ্যে তিন নারী ও ছয়টি শিশু রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াজিরি জানিয়েছেন, তাদের কর্মকর্তারা ওই প্রতিবেদনটির বিষয়ে জানলেও ঘটনাটি নিশ্চিত করেননি।

এ বিষয়ে একটি তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানজুড়ে হামলা বৃদ্ধি করেছে জঙ্গি গোষ্ঠীগুলো।