তেলআবিবে কী হয়েছিল মেলানিয়ার?

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে আলোচনা। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 05:36 AM
Updated : 23 May 2017, 05:37 AM

প্রথমবিদেশ সফরে সৌদি আরব ঘুরে সোমবার ইসরায়েলে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া।

বিমানবন্দরেতাদের স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা।  

ওইভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসতে আসতে পাশে থাকা স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন ট্রাম্প। কিন্তু মেলানিয়া তা না ধরে মৃদু চাপড় দিয়ে সরিয়ে দেন।  

তেলআবিবের ওই ভিডিও নিয়ে নানামুখী আলোচনায় মেতেছেন টুইটার ব্যবহারকারীরা।

প্রকাশ্যেকেন মেলানিয়াওই কাজ করলেন তার কারণ খুঁজতে গিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন একজন। 

তিনিলিখেছেন, বেখেয়ালে ট্রাম্প প্রথমে মেলানিয়াকে লাল গালিচা থেকে প্রায় বের করেই দিয়েছিলেন। হাঁটছিলেন এক পা আগে।পরে যখন হাত ধরতে চাইলেন, মেলানিয়া তা ফিরিয়ে দেন।

 
 
 
 
 

টুইটারব্যবহারকারীদের এই আলোচনায় ফিরে এসেছেন বারাক ওবামা। সাবেক এই প্রেসিডেন্ট ও তার স্ত্রীমিশেলের একটি ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, সত্যিকারের প্রেসিডেন্টরা ওইভাবেই ফার্স্টলেডিদেরসম্মান দেখান।