ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফরকালে ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হওয়ার হুমকির বিরুদ্ধে সতর্ক করেছেন।

>>রয়টার্স
Published : 22 May 2017, 02:35 PM
Updated : 23 May 2017, 09:38 AM

জেরুজালেমে প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, “ইরানকে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হতে দেওয়া কখনওই উচিত না।”

রিভলিনের বাসভবনেও ট্রাম্প বলেন, “প্রাণঘাতী খাতে ইরানের তহবিল, প্রশিক্ষণ এবং সন্ত্রাসী ও জঙ্গিদেরকে সরঞ্জাম সরবরাহও বন্ধ করতে হবে।”

তেহরান জোর দিয়েই বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছে না। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দিহান।

সৌদি আরবে সফর শেষে ট্রাম্প ইসরায়েল সফরে যান। ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও তিনি আলাপ করবেন।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বন্ধনের ওপর জোর দিয়ে ট্রাম্প বলেছেন, “আমরা কেবল দীর্ঘদিনের বন্ধু না। আমরা ভাল মিত্র এবং অংশীদারও। আমরা সবসময় একসঙ্গে আছি।”