পাকিস্তানের তিরাহ উপত্যকায় বোমা বিস্ফোরণে নিহত ৫

পাকিস্তানের খাইবার এলাকার তিরাহ উপত্যকায় বোমা বিস্ফোরণে এক সরকারি কর্মকর্তাসহ পাঁচ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 08:40 AM
Updated : 22 May 2017, 08:40 AM

সোমবার স্থানীয় শান্তি কমিটির একটি গাড়ি লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত বোমটির বিস্ফোরণ ঘটানো হয় বলে নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জানিয়েছে দ্য ডন।

উপত্যকাটির আকাখেল এলাকায় চালানো এ বোমা হামলায় শান্তি কমিটিটির প্রধানসহ অপর তিন সদস্য নিহত হয়, পাশাপাশি সরকারি এক কর কর্মকর্তাও নিহত হয়।

বোমা হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়।

পাকিস্তানের বেশ কয়েকটি ধারাবাহিক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘রাদ্দুল ফাসাদ’ অভিযান শুরু করে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে কয়েকশত মানুষ নিহত ও আরো কয়েকশত আহত হয়েছে।