আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

>>রয়টার্স
Published : 21 May 2017, 02:39 PM
Updated : 21 May 2017, 02:39 PM

হোয়াইট হাউজ বলেছে, মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পরীক্ষা চালানোর শেষ তিনটি ক্ষেপণাস্ত্রের তুলনায় স্বল্প পরিসরের পথ পাড়ি দিতে পারে।

উত্তর কোরিয়া পারমাণবিক ওয়ারহেডবাহী একটি নতুন ধরনের রকেট পরীক্ষা চালানোর পর ফের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।

পিয়ংইয়ং আর এ ধরনের পরীক্ষা না চালাক জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সোমবার আবার এমন দাবি করেছে।

তারা অবিলম্বে উত্তর কোরিয়াকে বাস্তবসম্মত পদক্ষেপের মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিহার করার সদিচ্ছা দেখানোর ওপর জোর দিয়েছে।

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সর্বশেষ এ পারমাণবিক পরীক্ষাকে “বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে।”

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের দিকে ৫৬০ কিলোমিটার উড়ে গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অফ স্টাফ।

গত সপ্তাহে পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

জাপানের বার্তা সংস্থা বলেছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত জাপানের জলসীমার বাইরে সাগরে পড়েছে।