মার্কিন বিমানকে চীনা জঙ্গি বিমানের বাধা

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানকে বাধা দিয়েছে চীনের দুটি জঙ্গিবিমান। মার্কিন সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।

নিউজ ডেস্করয়টার্স
Published : 19 May 2017, 08:24 AM
Updated : 19 May 2017, 08:29 AM

কর্মকর্তারা শুক্রবার জানান, পূর্ব চীন সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশ সীমায় ইউএস ডব্লিউসি-১৩৫ বিমান তেজস্ক্রিয়তা অনুসন্ধানে কাজ করছিল। এসময় দুটি চীনা সুখোই এসইউ-৩০ জঙ্গি বিমান এটিকে বাধা দেয়।

একটি বিমান মার্কিন বিমানটির ১৫০ ফুটের কাছে চলে আসে বলে জানিয়েছে বিবিসি।

চীনা উপকূলীয় জলসীমায় সম্পদ সমৃদ্ধ পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকান্ডে বরাবরই উত্তেজনা চলে আসছে। এ উত্তেজনার মধ্যেই গত বুধবার মার্কিন বিমানকে বাধা দেওয়ার এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী চীনের এ বাধাকে খুবই ‘অপেশাদারসুলভ’ আখ্যা দিয়েছে। বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লোরি হোজ বলেছেন, “উভয় বিমানের গতি ও দূরত্ব রক্ষার ক্ষেত্রে চীনা পাইলটরা অপেশাদারী কাজ করেছে।”

তিনি বলেন, “বিষয়টি যথাযথ সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনকে জানানো হচ্ছে এবং ঘটনাটির সামরিক তদন্তও শুরু হয়েছে।”