মদিনায় গত বছরের হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪৬

গত বছর মদিনার মসজিদে নববীতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে একটি জঙ্গি সেলের ৪৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদিআরব কর্তৃপক্ষ।

>>রয়টার্স
Published : 30 April 2017, 04:11 PM
Updated : 30 April 2017, 05:05 PM

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিআরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, রোববার আটক ব্যক্তিদের মধ্যে সৌদিরাসহ বিদেশিরাও রয়েছে। পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় তাদেরকে আটক করা হয়।

গত বছর জুলাইয়ে মসজিদে নববীর পার্কিং এলাকায় আত্মঘাতী হামলায় তিন হামলাকারী এবং দুইজন নিরাপত্তারক্ষী নিহত হয়।

ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও হামলার পেছনে কোনও বিশেষ দলের জড়িত থাকার কথা বলা হয়নি।

হামলার কয়েক দিনের মধ্যেই এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে ১২ জনই পাকিস্তানের নাগরিক ছিল।

আর এ বছর জানুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর অভিযানে মসজিদে নববীতে বোমা হামলা ও অন‌্যান‌্য হামলার সঙ্গে জড়িত দুই ব‌্যক্তি নিহত হওয়ার খবর দিয়েছিল।