তুরস্কে আরও ৪ হাজার জন বরখাস্ত

ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে আরও চার হাজারের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 03:37 PM
Updated : 30 April 2017, 03:37 PM

বিবিসি জানায়, তাদের মধ্যে এক হাজার জনের বেশি বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা, সেনাসদস্যও প্রায় একই সংখ্যক এবং বিমান বাহিনীর একশ জনের বেশি পাইলট রয়েছেন।

এর আগে শনিবার তুরস্কে অনলাইন এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’র অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়।

এর আগে, গত বুধবার নয় হাজারের বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। গ্রেপ্তার করা হয় আরও একহাজার জনকে।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা তুরস্কের ধর্মী নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী অভিযোগ তুলে তুরস্ক সরকার সব বিভাগের নানা স্তরের হাজার হাজার কর্মকর্তাদের বরখাস্ত ও গ্রেপ্তার করছে।

গত বছর জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনীর একটি অংশ। এরদোয়ানের সমর্থকরা যা ব্যর্থ করে দেয়।

এরদোয়ানের অভিযোগ, তাকে উৎখাত পরিকল্পনার মূলহোতা গুলেন।

রোববার এক গেজেটে বলা হয়, “জঙ্গি সংগঠন ও সংস্থা যারা জাতীয় নিরাপত্তাকে হুমকি দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে ওই সব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।”

ব্যর্থ অভ্যুত্থানের পর নিজের ক্ষমতা বাড়াতে সংবিধান সংস্কারের প্রস্তাব দেন এরদোয়ান। ওই প্রস্তাবের উপর গত ১৬ এপ্রিলের গণভোটে সামান্য ব্যবধানে জয়লাভ করেন তিনি।

সংবিধান সংস্কার হলে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। যা এরদোয়ানকে একনায়কে পরিণত করবে বলে আশঙ্কা দেশটির বিরোধী দলগুলোর।