‘সে কথা বুঝিনি আগে’

ধনকুবের থেকে প্রথম রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে যাওয়ার শততম দিন পূর্ণ হচ্ছে শনিবার। এই দিনগুলো কেমন কাটল, সে বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে মন খুলে বলেছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 08:20 PM
Updated : 28 April 2017, 08:32 PM

বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি আমার আগের জীবনকে ভালোবাসি। আমার অনেক কিছু করার ছিল।

“এখন আমার আগের জীবনের চেয়ে অনেক বেশি কাজ। আমি ভেবেছিলাম এটা আরও সহজ হবে।”

ট্রাম্প বলেন, ‘আগের জীবনে’ গোপনীয়তা রক্ষায় অভ্যস্ত ছিলেন না। এখন জীবন কতটা সংকীর্ণ হয়ে গেছে তা ভেবে বিস্মিত তিনি।

এখন তাকে ২৪ ঘণ্টাই সিক্রেট সার্ভিসের সুরক্ষার মধ্যে থাকতে হয়।

নিজের বর্তমান অবস্থা বোঝাতে ট্রাম্প বলেন, “আপনি আসলে খোলসের মধ্যে বন্দি, কারণ আপনার এত বেশি নিরাপত্তা যে আপনি কোথাও যেতে পারবেন না।”

প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউজ থেকে বের হন, তখন তাকে লিমুজিন বা এসইউভি গাড়িতে যেতে হয়।

গাড়িতে নিজে চালকের আসনে বসতে না পারাটা খুব ‘মিস’ করেন ট্রাম্প।

“আমি গাড়ি চালাতে পছন্দ করি। কিন্তু এখন আর গাড়ি চালাতে পারি না,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ভোটে হারানোর পর পাঁচ মাস কাটলেও এখনও তার রেশ কাটেনি ট্রাম্পের।

সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কে নিয়ে আলোচনার মধ্যেই থেমে গিয়ে নির্বাচনে তার জয়-পরাজয়ের মানচিত্র দেখান তিনি।

ট্রাম্প বলেন, “এখানে আপনি সেটা পাবেন, এটাই ভোটের চূড়ান্ত ফলের চিত্র।” রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যেসব এলাকায় জয় পেয়েছেন, মানচিত্রে সেসব এলাকা লাল চিহ্নিত করে রাখা হয়েছে।

“এটা বেশ ভালো, তাই না?  এই লাল চিহ্নিত এলাকাগুলোই আমাদের,” বলেন তিনি।

ওভাল অফিসে প্রেসিডেন্টের কক্ষে এই সাক্ষাৎকার নেওয়ার সময় উপস্থিত রয়টার্সের তিনজন সাংবাদিককেই মানচিত্রের অনুলিপি দেন ট্রাম্প।