যুক্তরাষ্ট্রে ট্রেন যাত্রীদের মালামাল লুটলো কিশোরের দল

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সসিসকো শহরের বে এরিয়ায় একটি সাবওয়ে স্টেশনে ট্রেনের যাত্রীদের লাঞ্ছিত করে ব্যাগ ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে গেছে একদল কিশোর। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 06:29 AM
Updated : 26 April 2017, 06:29 AM

শনিবার রাতে সান ফ্রান্সিসকোর অকল্যান্ড এলাকার কোলিসিয়াম স্টেশনে সহিংস এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

বে এরিয়া কর্তৃপক্ষ স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে উচ্ছৃঙ্খল ওই কিশোরের দলকে শনাক্ত করার চেষ্টা করছে।

স্টেশনটির দুজন কর্মী জানিয়েছেন, ওই এলাকার একটি অনুষ্ঠান থেকে ৪০ থেকে ৬০ জনের মতো একটি কিশোরের দলকে আসতে দেখেছেন তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, কিশোরদের বড় একটি দল গেট টপকে স্টেশনের ভেতরে ঢুকে ট্রেন থামার পর দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভিতরে ঢুকে যাত্রীদের লাঞ্ছিত করে মালামাল ছিনিয়ে নেয়।

কয়েক সেকেন্ডের মধ্যেই সন্দেহভাজনরা যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এক নারী যাত্রী বলেন, “প্রথমে সবাই বিহ্বল হয়ে পড়েছিল, ওরা ঘোড়ার মতো দাপিয়ে বেড়াচ্ছিল।

“এরপর পরিস্থিতি সহিংস হয়ে উঠতে শুরু করে। আমি অনুভব করলাম পরিস্থিতি সহিংস হয়ে উঠছে, এ সময় কেউ একজন আমার ফোন ছিনিয়ে নিল। ওই সময় তাদের অনেকে দৌঁড়ে বের হয়ে গিয়েছিল। আমি পেছনে তাকিয়ে দেখলাম তারা একটি পরিবারকে আক্রমণ করেছে।” 

সাবওয়ে ট্রেন বিএআরটি-র মুখপাত্র অ্যালিসিয়া ট্রস্ট জানিয়েছেন, ডাকাতরা দুই যাত্রীর মুখে ঘুষি মেরেছে এবং ট্রেনটির সাত যাত্রীর সবকিছু নিয়ে গেছে।

ট্রেনের যাত্রী ক্রিস উইলিয়ামস বলেছেন, “ঘটনাটি পরিকল্পিত ছিল। কারণ তারা জানতো আশপাশে খুব বেশি পুলিশ নেই।”

ওই কিশোরদের হাতে কেউ কোনো অস্ত্র দেখেনি বলে জানিয়েছেন ট্রস্ট। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।