গাড়ি চালিয়ে ১২ বছরের বালকের ১৩০০ কিলোমিটার পথ পাড়ি

গাড়ি চালিয়ে অস্ট্রেলিয়ার এপাশ থেকে ওপাশে পাড়ি দেয়ার চেষ্টারত ১২ বছর বয়সী এক বালক ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর পুলিশ তাকে থামিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 07:28 AM
Updated : 24 April 2017, 07:34 AM

শনিবার দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ব্রোকেন হিল শহরের কাছে একটি জনবিরল সড়ক থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসে, জানিয়েছে বিবিসি।

বালকের গাড়ির বাম্পার মাটির ওপর দিয়ে ছেঁচড়ে যাওয়ার সময় তা টহল পুলিশের দৃষ্টি আকর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, বালকটি নিউ সাউথ ওয়েলসের কেনডাল থেকে গাড়ি চালিয়ে চার হাজার কিলোমিটার দূরে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যেতে চেয়েছিল।

তাকে গ্রেপ্তার করে ব্রোকেন হিল পুলিশ স্টেশনে নেওয়া হয়। সে নিখোঁজ হয়েছে বলে তার বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেছিল। রোববার ব্রোকেন হিল পুলিশের হেফাজত থেকে ছেলেকে নিয়ে যান তারা।

বালকটি তাদের পারিবারিক গাড়ি নিয়ে বের হয়েছিল বলে পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক কিম ফেহন জানিয়েছেন।

“বাড়ি ছাড়ার পরপরই সে নিখোঁজ হয়েছে বলে তার বাবা-মা অভিযোগ করেছিল, তারা তার খোঁজে ছিল,” বলেন তিনি।

একা সবার চোখ এড়িয়ে কীভাবে বালকটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রত্যন্ত ও বিপদসঙ্কুল এলাকা দিয়ে এতটা পথ পাড়ি দিল তা পরিষ্কার নয়। ‘তরুণ অপরাধী’ আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক মুখপাত্র।