বোহল দ্বীপে লুকিয়ে থাকা আরও ৩ জঙ্গিকে হত্যা

ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটক দ্বীপ বোহলে লুকিয়ে থাকা আরও তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

>>রয়টার্স
Published : 23 April 2017, 09:11 AM
Updated : 23 April 2017, 09:11 AM

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওই জঙ্গিরা পর্যটকদের অপহরণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দ্বীপটিতে আত্মগোপন করে। নিহত তিন জঙ্গিই ইসলামিক স্টেটে (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিদল আবু সায়াফ গ্রুপের সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ মাসে জঙ্গিদের অন্তত ১০ জনের একটি দল বোহল দ্বীপে অনুপ্রবেশ করে।

১১ এপ্রিল সেনাবাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। এছড়া, গত শনিবার আরও এক জঙ্গিকে হত্যা করা হয়।

ফিলিপিন্সের জনসংযোগ কার্যালয়ের প্রধান কর্নেল এডগার্ড অ্যারেভালো বলেন, “এখনও সম্ভবত দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে আছে।”

“আমাদের কাছে থাকা খবর অনুযায়ী, তারা আহত এবং তাদের রসদ ফুরিয়ে গেছে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে জঙ্গিদলটির নেতাও রয়েছেন।

গত কয়েক মাসে কানাডা ও জার্মানির নাগরিকদের হত্যার সঙ্গে সে সরাসরি জড়িত ছিল।

আবু সায়াফ জঙ্গিদের দমনে ফিলিপিন্সের সেনাবাহিনীকে লড়াই করতে হচ্ছে।

বর্তমানে আবু সায়াফের হাতে ২৪ জনের বেশি মানুষ জিম্মি হয়ে আছে, যাদের বেশিরভাগই ভিয়েতনামের সেনা সদস্য।

জঙ্গি দলের সদস্যরা ছোট এবং দ্রুতগামী নৌকায় করে এসে অতর্কিতে হামলা চালিয়ে লোকজনকে ধরে নিয়ে যায়।