ভারতে ন্যায্য মূল্যের দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১৪

ভারতের মধ্যপ্রদেশে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির দোকানে অগ্নিকাণ্ডে তিন নারীসহ ১৪ জন পুড়ে মারা গেছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 04:03 PM
Updated : 22 April 2017, 04:03 PM

স্থানীয় এক কর্মকর্তা জানান,  ছিন্দওয়াড়া জেলার একটি গ্রামে কো-অপারেটিভ সোসাইটি প্রঙ্গণে ন্যায্য মূল্যের ওই দোকানটিতে অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩৬ জনের বেশি মানুষ ছিল।

জাবালপুর বিভাগীয় কমিশনার গুলশান বামরা আইএএনএসকে বলেন, “হারাই তেহসিলের বারগি গ্রামে কেরোসিন ও খাবার বিতরণের সময় লোকজন লাইন ধরে সেগুলো সংগ্রহ করছিল। ওই সময় সেখানে আগুন ধরে যায়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা শুক্রবার সাপ্তাহিক রেশন সংগ্রহ করেন। ওই দিন বিকালেও পণ্য কেনার জন্য লোকজন লাইন ধরে দাঁড়িয়ে ছিল। এসময় কেরোসিন রাখার একটি ড্রামে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত কেরোসিন ভর্তি বাকি ড্রামগুলোতে ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেগুলোর মধ্যে তিনজন নারী বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটারে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য চার লাখ করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।