কোমায় থাকা নারীর সন্তান জন্মদান, ৪ মাস পর জ্ঞান ফিরেছে

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যাওয়া আর্জেন্টিনার এক পুলিশসদস্য ওই অবস্থার মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 05:54 AM
Updated : 21 April 2017, 05:57 AM

গত সপ্তাহে জ্ঞান ফিরে পাওয়া আমেলিয়া বান্নানা (৩৪) চার মাসের মধ্যে প্রথমবার নিজের সন্তানকে কোলে নেন।

২০১৬ সালের ১ নভেম্বর দায়িত্বরত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যান আমেলিয়া। পোসাদাস শহরের একটি হাসপাতালে তাকে রাখা হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে বড়দিনের কয়েক ঘণ্টা আগে তার সন্তানের জন্ম হয়।

কোমায় থাকা অবস্থায় হঠাৎ হঠাৎ সামান্য নাড়াচাড়া করলেও আমেলিয়ার জ্ঞান কখনোই ফেরেনি বলে জানায় তার পরিবার।

আমেলিয়ার বোন নরমা তার সন্তানের যত্ন নিচ্ছিল এবং প্রতিদিন সন্ধ্যায় শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হত।

এনডিটিভির খবরে বলা হয়, চিকিৎসদের অবাক করে দিয়ে গত বৃহস্পতিবার জ্ঞান ফেরে আমেলিয়া। বোনের কোলে থাকা শিশুটিকে প্রথমে ভাগ্নে ভেবেছিলেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে দারুণ সুখবরটি দেন।

আমেলিয়ার ভাই সাংবাদিকদের বলেন, “চিকিৎসকরা বলেছেন, সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা উপেক্ষা করে কোমা থেকে ফিরে এসেছেন আলেমিয়া। তাদের মতে এটা সত্যিকারের অলৌকিক ঘটনা।”

আমেলিয়ার চিকিৎসক নিউরোসার্জন মার্সেলো ফেরিরা বলেন, “মস্তিষ্কে মারাত্মক আঘাত পাওয়ার পরও আমেলিয়ার কোমা থেকে ফিরে আসা আমাদের অবাক করেছে।”

“যদিও সম্পূর্ণ সুস্থ হতে তাকে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে। তার সময় প্রয়োজন এবং বাকি সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।”