নিম্নমানের খাবারের ভিডিও দিয়ে বরখাস্ত ভারতীয় জওয়ান

ভারতীয় জওয়ানদের জন্য নিম্নমানের খাবার বরাদ্দের ভিডিও পোস্ট করে আলোড়ন সৃষ্টিকারী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য তেজ বাহাদুর যাদবকে বরখাস্ত করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 02:24 PM
Updated : 20 April 2017, 03:31 PM

জানুয়ারিতে খাবারের নিম্নমান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন যাদব। সেটি ভাইরাল হয়েছিল মুহূর্তেই।

ভিডিওটি দেখেছিল ৮০ লক্ষাধিক মানুষ। জওয়ানদের প্রতি এমন অমানবিক ব্যবহারের জন্য ক্ষোভও সঞ্চার হয়।

যাদব ভিডিওতে অভিযোগ করে বলেছিলেন, তাদেরকে যে খাবার দেওয়া হয় তা খুবই নিম্নমানের। অনেক সময়ই অন্যখান থেকে খাবার আনা সম্ভব হয় না বলে তাদেরকে বাধ্য হয়েই তা খেতে হয়।

সে ঘটনার জেরেই চাকরিচ্যুত হলেন যাদব।  তবে মিথ্যা অভিযোগ তোলায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএসএফ এর একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে  ‘দ্য হিন্দু’ পত্রিকা জানিয়েছে, মিথ্যা অভিযোগ তোলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করা এবং দুটো মোবাইল ফোন বহনের কারণে যাদব বরখাস্ত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, যাদব নিয়ম ভঙ্গ করে দায়িত্ব পালনের সময় দুটো মোবাইল ফোন বহন করেছেন এবং ইউনিফর্ম পরা অবস্থায় ছবি পোস্ট করেছেন। এসমস্ত অভিযোগেই যাদব দোষী সাব্যস্ত হয়েছেন। এর ফলে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে তেজ বাহাদুর যাদব দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এ  সিদ্ধান্তের প্রতিবাদে তিনি হাইকোর্টে আপিল করবেন।

বিএসএফ কর্তৃপক্ষ এর আগে আরও জানায়, যাদবের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। ২০১০ সালে যাদবের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়।