উপকূলে হিমশৈল, হঠাৎ পর্যটন কেন্দ্রে পরিণত হল শহর

কানাডার নিউফাউন্ডল্যান্ডের সমুদ্রতীরবর্তী ছোট একটি শহরের উপকূলে ভেসে আসা বিশাল একটি হিমশৈল পর্যটকদের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 08:15 AM
Updated : 19 April 2017, 08:16 AM

এত হঠাৎ করেই শহরটি একটি পর্যটন কেন্দ্র হয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কানাডার সিবিসি নিউজ জানিয়েছে, রোববার ফেরিল্যান্ড শহরের নিকটবর্তী সাউদার্ন শোর মহাসড়কটি পর্যটকদের যানবাহনের ভিড়ে বন্ধ হয়ে যায়।

পেশাদার ও সৌখিন ফটোগ্রাফাররা প্রকাণ্ড ওই বরফের পাহাড়টির ছবি তোলার জন্য ওই মহাসড়কের পাশে জড়ো হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

প্রতি বসন্তে আর্কটিক মহাসাগর থেকে অনেক বড় বড় বরফের চাই (হিমশৈল) কানাডার নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডার প্রদেশের উপকূলে ভেসে আসে। এসব হিমশৈল স্থানীয়ভাবে ‘আইসবার্গ অ্যালি’ বা ‘হিমশৈল বিথীকা’ নামে পরিচিত।

কখনো কখনো এসব হিমশৈল সাগরের বরফের মধ্যে আটকা পড়ে যায়। তখন এগুলোকে বসন্তের শেষ দিক বা কখনো কখনো গ্রীষ্মের প্রথম দিক পর্যন্ত দেখা যায়।

কিন্তু ফেরিল্যান্ডের মেয়র আদ্রিয়ান কাভানাগ জানিয়েছেন, শহরটির খুব কাছ যে হিমশৈলটি চলে এসেছে তা সম্ভবত স্থলভাগের সঙ্গে আটকে গেছে, তাই এটি একই জায়গায় নিশ্চল হয়ে থাকতে পারে। 

হিমশৈলটি খবু বড় ও এর আকর্ষণে শহরটির বাসিন্দা ও পর্যটকরা সমুদ্র তটে যেয়ে জড়ো হচ্ছে ও ছবি তুলছে বলে জানান তিনি।

হিমশৈলের বেশিরভাগ অংশই পানির নিচে থাকে, শুধুমাত্র হিমশৈলগুলোর উপরের চূড়াগুলো পানির ওপরে দৃশ্যমান হয়।