ক্রিমিয়া উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ১১

রাশিয়ার থেকে তুরস্কে যাওয়ার পথে ক্রিমিয়া উপকূলের কাছে একটি মালবাহী জাহাজা ডুবে গেছে।

>>রয়টার্স
Published : 19 April 2017, 07:29 AM
Updated : 19 April 2017, 07:29 AM

বুধবার ভোরের এ দুর্ঘ্টনায় ১১ জন ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ক্রিমিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ক্রিমিয়ার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল দূরে থাকার সময় পানামার পতকাবাহী জাহাজ ‘গেরোই আর্সেনালা’ থেকে একটি এসওএস সঙ্কেত পাঠানো হয়। 

রাশিয়ার পরিবহন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, প্রচণ্ড ঝড়ে দক্ষিণ ইউক্রেইনের খেরসন বন্দরভিত্তিক জাহাজটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়।

তল্লাশি ও উদ্ধার অভিযানে অন্তত ছয়টি জাহাজ ও একটি হেলিকপ্টার অংশ নিচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। ঝড়ো বাতাস ও উত্তাল সাগরের কারণে তল্লাশি ও উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। 

জাহাজটিতে ১২ জন ক্রু সদস্য ছিল। এ পর্যন্ত তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্রুদের মধ্যে নয়জন ইউক্রেনীয়, দুইজন রুশ ও একজন জর্জীয়। 

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জাহাজটি রাশিয়ার দক্ষিণ উপকূলবর্তী আজভ সাগরের একটি বন্দর থেকে খাদ্যশস্য নিয়ে তুরস্কের একটি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।