পুলিশের গুলিতে চীনা নিহত, প্যারিসে সংঘর্ষ

পুলিশের গুলিতে একজন চীনা নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছড়িয়ে পড়া সংঘর্ষে কমপক্ষে তিন পুলিশ কর্মকতা আহত হয়েছে এবং আটক হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 12:28 PM
Updated : 28 March 2017, 04:42 PM

নিহত চীনা নাগরিকের বিরুদ্ধে হামলার চালানোর অভিযোগ করেছে পুলিশ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে নিহতের পরিবার।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার রাতে প্যারিসের চায়নাটাউনে নিজ বাড়িতে পরিবারের সামনে পুলিশের গুলিতে চীনা বংশোদ্ভূত ৫৬ বছর বয়সের এক ব্যক্তি নিহত হন।

ওই ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর বিবাদ নিয়ে তদন্ত করতে সেখানে গিয়েছিল পুলিশ।

পুলিশের দাবি, ওই ব্যক্তি কাঁচি হাতে পুলিশকে আক্রমণ করে। তবে তার পরিবারের দাবি, তিনি কাঁচি হাতে পুলিশকে আক্রমণ করেননি। বরং তিনি ওই সময় কাঁচি দিয়ে মাছ কাটছিলেন।

নিহতের মেয়ে গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তার বাবাকে হত্যা করেছে।

এ ঘটনায় জবাব দিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার সেখানে অবস্থিত ফ্রান্সের একজন কূটনীতিককে ডেকে পাঠিয়েছে।

ওই হত্যাকাণ্ডের পর সোমবার রাতে প্রায় ১০০ চীনা বংশোদ্ভূত ফরাসি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা জেলা পুলিশের প্রধান কার্যালয়ের দিকে প্রজেক্টাইল ছুঁড়ে মারে। দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়।

এসময় পুলিশ ৩৫ জনকে আটক করে। দাঙ্গায় পুলিশের তিন সদস্য আহত হন।

বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ফ্রান্সের পুলিশ।