জার্মানির জাদুঘর থেকে স্বর্ণমুদ্রা চুরি

জার্মানির একটি জাদুঘর থেকে ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের বিশাল আকারের একটি সোনার মুদ্রা চুরি গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 04:38 PM
Updated : 27 March 2017, 04:38 PM

‘বিগ ম্যাপল লিফ’ নামে কানাডার ওই মুদ্রাটি ওজন ১০০ কেজি এবং  খাঁটি সোনা (২৪ ক্যারেট) দিয়ে তৈরি।

বিবিসি’র খবরে বলা হয়, বার্লিনের বোডা জাদুঘর থেকে সোমবার ভোররাতের দিকে ওই মুদ্রাটি চুরি যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে (জিএমটি ০১:৩০) এ কাণ্ড হয়।

তবে চোর কিভাবে নিরাপত্তা সংকেত ফাঁকি দিয়ে ২০ দশমিক ৯ ইঞ্চি দৈর্ঘ্যের ভারী মুদ্রাটি চুরি করে নিয়ে গেল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের ধারণা, চোর জানালা দিয়ে জাদুঘরে প্রবেশ করেছে। আর যেহেতু ভারী ওই মুদ্রাটি একজনের পক্ষে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব তাই একাধিক ব্যক্তি চুরির সঙ্গে জড়িত।

জাদুঘরের কাছের একটি রেললাইনে একটি মই পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র উইনফ্রিড ওয়েজজেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমাদের হাতে এখন পর্যন্ত যে তথ্য আছে তার ভিত্তিতে আমাদের বিশ্বাস চোরের সংখ্যা একাধিক ছিল। তারা রেললাইনের কাছে জাদুঘরের পেছনের দিকের একটি জানালা ভেঙে প্রবেশ করে।”

“জাদুঘরের ভেতর মুদ্রাটি বুলেটপ্রুফ কাচে ঘেরা ছিল। এখন পর্যন্ত আোর কাছে এটুকু তথ্যই আছে।”

৩ সেন্টিমিটার পুরু এবং ৫৩ সেন্টিমিটার ব্যাসের মুদ্রাটির একদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিমূর্তি খোদাই করা আছে। অন্য পিঠে কানাডার জাতীয় প্রতীক ম্যাপেল লিফ।