জাপানে তুষারধসে ৮ স্কুল শিশুর মৃত্যুর আশঙ্কা 

জাপানের একটি স্কি রিসোর্টে তুষারধসের শিকার আট হাইস্কুল শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 09:16 AM
Updated : 27 March 2017, 09:18 AM

সোমবার সকালে টোচিগি জেলার নাসুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। এলাকাটি রাজধানী টোকিও থেকে ১২০ কিলোমিটার উত্তরে। 

বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন, কিন্তু ওই আট শিক্ষার্থীর বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যায়নি।  

ঘটনার সময় ওই জায়গায় বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় ৭০ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, সেখানে সাতটি স্কুলের শিক্ষার্থীরা পবর্তারোহণের বড় ধরনের একটি ইভেন্টে অংশ নিচ্ছিল। 

উদ্ধার অভিযান চললেও খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে।

নাসু শহরের আশপাশে বেশ কয়েকটি স্কি রিসোর্ট আছে। গত দুইদিন ধরে ওই এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। সেখানে তুষারধসের সতর্কতাও জারি করা ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। রোববার থেকে ওই এলাকায় নতুন করে ৩০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে।

সাম্প্রতিক উষ্ণ আবহাওয়ার কারণে আরো তুষারধসের ঝুঁকি তৈরি হয়েছে। 

জাপানি উদ্ধারকারী দলের কর্মকর্তারা সাধারণত নিজেরা ঘটনাস্থলে কাউকে মৃত ঘোষণা করেন না, তার পরিবর্তে উদ্ধার পাওয়া লোককে তারা হাসপাতালে নিয়ে যান। সেখানে একজন চিকিৎসক উদ্ধার পাওয়া ব্যক্তিকে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কথা ঘোষণা করেন।