শরণার্থী নৌকাডুবির ঘটনায় মিশরে ৫৬ জনের জেল

গত বছর একটি নৌকা ডুবে দুইশতাধিক শরণার্থীর মৃত্যুর ঘটনায় ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

>>রয়টার্স
Published : 26 March 2017, 03:59 PM
Updated : 26 March 2017, 03:59 PM

বিবিসি’র খবরে বলা হয়, সাজাপ্রাপ্তরা খুন, নরহত্যা এবং অবজ্ঞার কারণে মৃত্যুর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে মিশরের বন্দরনগরী রোসেত্তা থেকে ইতালি রওনা হওয়া শরণার্থী বোঝাই ওই নৌকাটি উপকূল থেকে আট মাইল গভীর সমুদ্রে তলিয়ে যায়।

নৌকাটিতে প্রায় ৪৫০ জন শরণার্থী ছিল, যাদের প্রায় ১০০ জনের মৃতদেহ ডুবে যাওয়া নৌকার ভেতরে আটকা পড়েছিল।

ওই ঘটনায় ১৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। শরণার্থীদের বেশিরভাগই মিশর, সিরিয়া, সুদান, ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক ছিল।

জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিরা জানান, অধিক যাত্রী বহনের জন্য নৌকাটি ছেড়ে দেয়ার পর প্রায় পাঁচ দিন উপকূলের কাছেই অবস্থান করেছিল।

এ মামলায় মোট ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে এক নারীকে খালাস দেয় আদালত।

জাতিসংঘের শরণার্থী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় ৫,০৯৬ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। যাদের ৯০ শতাংশ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে।