চীনে খনি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

চীনের হেনান প্রদেশে পাশাপাশি দুইটি সোনার খনিতে দুর্ঘটনায় ১১ জন মারা গেছে।

>>রয়টার্স
Published : 25 March 2017, 01:43 PM
Updated : 25 March 2017, 01:43 PM

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়,  লিংবাও সিটিতে শুক্রবার সকালে চীন ন্যাশনাল গোল্ড গ্রুপের কুইনলিং গোল্ড মাইন এর একটি কূপ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে ১২ জন খনি শ্রমিক এবং ছয় ব্যবস্থাপনা কর্মী আটকা পড়েন।

“শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা ১০জনকে জীবিত এবং সাতটি মৃতদেহ উদ্ধার করে। পরে ওই ১০জনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”

শনিবার বিকালে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয় বলেও জানায় সিনহুয়া।

পাশের আরেকটি সোনা খনিতে শুক্রবার বিকালে একই ধরনের দুর্ঘটনা ঘটে। সেখানে ছয় শ্রমিক আটকা পড়ে।

পরে উদ্ধারকর্মীরা চারজনকে জীবিত এবং দুইটি মৃতদেহ উদ্ধার করে।

চীনে শিল্প দুর্ঘটনার হার অনেক বেশি।

শনিবার ভোরে চীনের দক্ষিণাঞ্চলে একটি পাওয়ার প্ল্যান্টের অপারেশন প্ল্যাটফর্ম ভেঙ্গে পড়ে নয়জন মারা যায়।