৩০ কোম্পানি ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে প্রযুক্তি দিয়ে সহায়তা করা কিংবা ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়ায় রপ্তানি বিধিনিষেধ ভঙ্গের কারণে ৩০ টি বৈদেশিক কোম্পানি ও ব্যক্তিবিশেষের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

>>রয়টার্স
Published : 24 March 2017, 03:53 PM
Updated : 24 March 2017, 03:53 PM

মার্কিন পররাষ্ট্রবিভাগ শুক্রবার একথা জানিয়েছে।

এক বিবৃতিতে পররাষ্ট্রবিভাগ জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের জন্য প্রযুক্তি সহায়তা দেওয়ার কারণে চীন, উত্তর কোরিয়া এবং আরব আমিরাতের ১১ টি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তাছাড়া, ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়ায় অস্ত্রবিস্তার রোধ আইন ভঙ্গের কারণে আরও ১৯ টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওই দেশগুলোতে গণবিধ্বংসী অস্ত্র উন্নয়নের জন্য স্পর্শকাতর নানা প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে বলেই ধারণা যুক্তরাষ্ট্রের।