বেলজিয়ামে বাজারে বেপরোয়া গাড়ি, ছুরিসহ চালক আটক

বেলজিয়ামের বন্দরনগরী এন্টওয়ার্পে রাস্তার পাশে একটি বাজারে এক ব্যক্তি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দেয়, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

>>রয়টার্স
Published : 24 March 2017, 08:09 AM
Updated : 24 March 2017, 08:09 AM

স্থানীয় কর্মকর্তারা জানান, সন্দেহভাজন চালক হিসেবে মোহাম্মদ আর নামে ৩৯ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ওই ব্যক্তি উত্তর আফ্রিকা বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এন্টওয়ার্পের ব্যস্ত দে মেইর শপিং স্ট্রিটে এ ঘটনা ঘটে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, রাস্তায় টহলরত পুলিশ গাড়িটি থাকার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে এন্টওয়ার্পে সেটিকে থামানো হয়।

বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পুলিশ গাড়ির ভেতরে কয়েকটি ছুরি এবং বোমা সদৃশ একটি বস্তু খুঁজে পেয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ কর্মকর্তারা সেটি পরীক্ষা করে দেখছে।

এ ঘটনার মাত্র একদিন আগে লন্ডনের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণে হামলায় হামলাকারীসহ মোট পাঁচজন নিহত হয়েছে।

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, “গাড়ি থেকে উদ্ধার জিনিসপত্র এবং লন্ডনে হওয়ার হামলার বিষয়টি মাথায় রেখে তারা এ ঘটনার তদন্ত করছে।

পরে ফ্রান্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ঘটনায় আটক গাড়ি চালক ‘কাউকে আঘাত করার চেষ্টা করেননি’ বলেই ধারণা বেলজিয়াম কর্তৃপক্ষের।

“খুব সম্ভবত সে মদ্যপ ছিল এবং পুলিশের তল্লাশি থেকে পালানোর চেষ্টা করছিল।”

আটক গাড়ি চালক ফ্রান্সে বসবাসকারী তিউনিসিয়ার নাগরিক বলেও জানান তিনি।

তবে বেলজিয়াম কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এন্টওয়ার্পের মেয়র বলেন, “পেশাদারিত্বের সঙ্গে দ্রুত ওই ব্যক্তিকে আটক করায় আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে চাই। তারা হয়তো আরও খারাপ কিছু হওয়া আটকাতে সক্ষম হয়েছেন।”

বুধবার লন্ডন হামলার ঠিক এক বছর আগে একই দিনে ব্রাসেলসে একটি বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে হামলায় ৩২ জন নিহত হয়।