ইউক্রেইনে সাবেক রুশ আইনপ্রণেতা খুন

ইউক্রেইনের রাজধানী কিয়েভের একটি হোটেলের বাইরে প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে খুন হয়েছেন নির্বাসিত সাবেক রুশ আইনপ্রণেতা ডেনিস ভোরোনেনকোভ।

>>রয়টার্স
Published : 23 March 2017, 03:12 PM
Updated : 23 March 2017, 03:12 PM

তিনি ইউক্রেইনের ক্ষমতাচ্যুত নেতা ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে দেশদ্রোহের মামলার অন্যতম সাক্ষী ছিলেন বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় ভোরোনেনকভের দেহরক্ষীর গুলিতে আহত হয় আততায়ী। তাকে এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

ভোরোনেনকোভ খুন হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ করেছে ইউক্রেইন। তবে রাশিয়া এ অভিযোগ অবান্তর বলে উড়িয়ে দিয়েছে।

ডেনিস ভোরোনেনকভ গতবছর স্বস্ত্রীক ইউক্রেইনে পালিয়ে যান। ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে দেশদ্রোহের মামলায় ইউক্রেইন কর্তৃপক্ষকে সহায়তা করছিলেন তিনি।

২০১৪ সালের মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া দ্বীপ রাশিয়ার দখল করে নেওয়ার পদক্ষেপে প্রথমে ভোট দিলেও পরে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ভোরোনেনকভ।  

সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের মামলার একজন সাক্ষী এভাবে খুন হওয়াটা নৈরাশ্যজনক বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের জেনারেল প্রসিকিউটর ইউরিভ লাটসেঙ্কো।

৫০ লাখ ডলারের সম্পদ জালিয়াতির অভিযোগে রাশিয়ার কেন্দ্রীয় সরকারের ওয়ান্টেড তালিকায় ছিলেন ভোরোনেনকভ।