ফিলিস্তিনি চালককে ইসরায়েলি পুলিশের মারধর, ভিডিওতে তোলপাড়

ফিলিস্তিনি এক গাড়িচালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের মুখে ইসরায়েলি পুলিশ তা তদন্তের উদ্যোগ নিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 03:03 PM
Updated : 23 March 2017, 03:03 PM

ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, ওই সদস্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে আরব অধ্যুষিত এলাকায় ওই ফিলিস্তিনি লরি চালক আক্রান্ত হন বলে ভিডিওটি দেখে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তর্কাতর্কির এক পর্যায়ে ইসরায়েলি পুলিশ সদস্য ফিলিস্তিনি ওই লরি চালককে চর-থাপ্পড়, লাথি মারছেন।

 

জেরুজালেম পোস্ট বলেছে, গাড়ি রাখা নিয়ে ওই চালকের সঙ্গে পুলিশ সদস্যের তর্কাতর্কি বাঁধে।

ওই এলাকার বাসিন্দা এক ফিলিস্তিনি এই ভিডিওটি ধারণ করেন। তদন্তের জন্য ভিডিওটি নিয়েছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, বাহিনীর ওই সদস্যের এমন আচরণ চরম ও অস্বাভাবিক।