লন্ডন হামলায় পুলিশকে বাঁচাতে ব্রিটিশ এমপি’র বীরত্ব

নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে লন্ডনে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় আহত পুলিশ কর্মকর্তা কিথ পামারকে বাঁচানোর চেষ্টার জন্য ‘হিরো’ আখ্যা পেয়েছেন যুক্তরাজ্যের ফরেইন অফিস মিনিস্টার টবিয়াস এলউড।

>>রয়টার্স
Published : 23 March 2017, 02:30 PM
Updated : 23 March 2017, 02:30 PM

এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায়, হামলার ঘটনার সময় সবাই যখন আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে ছুটছে তখন হামলাকারীর ছুরির আঘাতে আহত হয়ে পড়ে থাকা পামারকে বাঁচাতে ছুটে যান এলউড।

বিবিসি জানায়, পামারের জীবনরক্ষার জন্য কার্ডিওপালমোনারি রিসাসাইটেশন বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তিনি। পামারকে সাহায্য করতে যাওয়ার সময় এই পার্লামেন্ট সদস্যের চোখে-মুখেও রক্ত দেখা গেছে ছবিতে।

এলউডের চেষ্টা এবং বীরত্ব তার সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছে। কনজারভেটিভ পার্টির এমপি হাওলেট এক টুইটে লিখেছেন, “আজ একজন পুলিশ কর্তাকে বাঁচাতে টবিয়াস এলউড যা করলেন তাতে তাকে প্রকৃতই একজন হিরো বলা যায়।”

লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা টিম ফ্যারন বলেন, “আজ টবিয়াস এমপিদের নাম উজ্জ্বল করলেন। তিনি পুরোপুরি একজন সরল, খাঁটি ও বীর মানুষ।”