ভিডিওতে ওয়েস্টমিনস্টারে হামলার মুহূর্ত

ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণে ছুরি নিয়ে হামলার আগে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে ওই হামলাকারীর গাড়ি চালিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 07:50 AM
Updated : 23 March 2017, 09:36 AM

বুধবার দুপুরে হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে এ ঘটনায় গাড়ি চাপায় তিনজন নিহত হন; আহত হন প্রায় ৪০ জন।

পার্লামেন্ট প্রাঙ্গণে হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। পরে পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী।

পার্লামেন্ট প্রাঙ্গণে ঢোকার আগে টেমসের ওপরে ওয়েস্টমিনস্টার সেতুতে ওই গাড়িটি পথচারীদের ওপর দিয়ে চালিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায় দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে।    

এক পর্যায়ে গাড়ির ধাক্কায় সেতু থেকে পড়ে যান একজন। পরে জানা যায়, তিনি একজন নারী।  

এক যুগ আগে চার ইসলামি জঙ্গির চালানো হামলার পর এ ঘটনাকেই দেশটিতে সবচেয়ে প্রাণঘাতি সন্ত্রাসী হামলা বলছে ব্রিটিশ পুলিশ।

২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের তিনটি পাতাল রেল ও একটি দ্বিতল বাসে আল কায়েদার চার জঙ্গির আত্মঘাতী হামলায় ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হন; আহত হয় কয়েকশ মানুষ।

আরও পড়ুন