রাক্কার কাছে স্কুলে বিমান হামলায় নিহত ৩৩

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত রাক্কা শহরের কাছে উদ্বাস্তুদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলায় অন্তত ৩৩জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 22 March 2017, 12:11 PM
Updated : 22 March 2017, 01:06 PM

মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী স্থানীয় সময় সোমবার রাতে আইএসের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে বলে ধারণা প্রকাশ করেছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

অবজারভেটরির কর্মীরা রাক্কার পশ্চিমাঞ্চলীয় আল-মানুসরা গ্রামের হামলাস্থল থেকে অন্তত ৩৩ টি লাশ পেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন সংস্থাটির পরিচালক রমি আব্দুলরহমান।

তিনি বলেন, রাক্কার আশেপাশে এমাসে বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হচ্ছে।

আব্দুলরহমান আরও বলেন, আইএস অবস্থানের কাছে বিমানহামলাস্থল থেকে মাত্র তিনকিলোমিটার দূরে ধর্মীয় স্কুল ছিল।

মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন তারা বেসামরিক মানুষ হতাহতের ঘটনা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করছেন এবং বিমান হামলায় বেসামরিক মানুষ হতাহতের যেসব খবর পাওয়া যাচ্ছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।