লাহোর বিমানবন্দরে হামলার পরিকল্পনা ব্যর্থ, অস্ত্র উদ্ধার

লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (এএসএফ)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 07:01 AM
Updated : 22 March 2017, 07:01 AM

বুধবার বিমানবন্দরে প্রবেশ পথে একটি গাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাহিনীটি, জানিয়েছে ডননিউজ।

এদিন সকালে বিমানবন্দরের তল্লাশি চৌকিতে একটি গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালায় এএসএফ জোয়ানরা।

বাহিনীটির কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশির সময় গাড়িটিতে একটি স্বয়ংক্রিয় রাইফেল ও প্রচুর গুলি পাওয়া যায়।  

উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি পয়েন্ট ২২৩ বোরের রাইফেল, এর সাতটি ম্যাগাজিন ও শতাধিক রাউন্ড গুলি।

গাড়িটির চালককে লাহোরের বাসিন্দা হিসেবে শনাক্ত করে গাড়িসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।