২৯ এপ্রিল ব্রেক্সিট বৈঠক করবেন ইইউ নেতারা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে মার্চে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) এই পরিবারে আর না থাকার কথা জানিয়ে দেওয়ার পর ‘ব্রেক্সিট’ আলোচনা নিয়ে মতৈক্যর জন্য ২৯ এপ্রিলে বৈঠকে বসবেন ইইউ নেতারা।

>>রয়টার্স
Published : 21 March 2017, 02:27 PM
Updated : 21 March 2017, 02:27 PM

মঙ্গলবার বৈঠকের চেয়ারম্যান ডোনাল্ড তুস্ক একথা জানিয়েছেন। ব্রিটেন এবং বাকী ২৭ টি ইইউ দেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরুর আগে এ বৈঠক একটি জরুরি পদক্ষেপ।

সাংবাদিকদের তুস্ক বলেন, “আমি ২৯ এপ্রিলে ইউরোপীয় কাউন্সিলকে ব্রেক্সিট আলোচনার নির্দেশাবলি নেওয়ার আহ্বান জানাব।”

ব্রেক্সিট আলোচনা দুবছর ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। তবে বহু কর্মকর্তা ও কুটিনীতিকই এ আলোচনা আরও বেশি সময় ধরে চলতে পারে বলে মনে করছেন।