স্কটিশ গণভোটের আহ্বান প্রত্যাখ্যান করলেন মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে স্কটিশ গণভোটের নতুন দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “যুক্তরাজ্য ব্রেক্সিট আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে। ভোটের সময় এখন নয়।”

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 03:04 PM
Updated : 16 March 2017, 03:04 PM

স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওন গত সোমবার যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার আগেই স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট করার আহ্বান জানিয়েছিলেন।

কিন্তু মে তা নাকচ করে বলেছেন, “যুক্তরাজ্যের আলাদা হয়ে গিয়ে নয়, বরং একসঙ্গেই কাজ করে যাওয়া উচিত।”

সিএনএন জানায়, ব্রেক্সিটের পরও স্কটল্যান্ডের ইউরোপীয় একক বাজারে থেকে যাওয়ার আহ্বানে মে সাড়া দেননি বলে অভিযোগ স্টারজেওনের। তাছাড়াও রয়েছে স্কটল্যান্ডের ইচ্ছার বিরুদ্ধে ইইউ থেকে বের হয়ে যাওয়ার ঝুঁকির বিষয়টি।

কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী মে বুধবার স্টারজেওনকে স্বাধীনতা নিয়ে কথা না বলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং এর পরিবর্তে ব্রেক্সিটের পর একটি ভাল চুক্তিতে উপনীত হওয়ার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।