ন্যাম হত্যা: চার উত্তর কোরীয়র জন্য ইন্টারপোলের ‘রেড নোটিশ’

কিম জং ন্যামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে সন্দেহভাজন চার উত্তর কোরীয়র নামে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 07:36 AM
Updated : 16 March 2017, 08:10 AM

বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।

ইন্টারপোলের ‘রেড নোটিশ’ প্রায় আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমপর্যায়ের বিষয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টাসর্ । 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই ন্যামকে ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে হত্যা করা হয়। মালয়েশীয় পুলিশ বলেছে, বিমানবন্দরে ন্যামের মুখে অতি বিষাক্ত ভিক্স নার্ভ এজেন্ট রাসায়নিক মেখে দেয় দুই নারী, এর ২০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পরপরই মালয়েশিয়া ছেড়ে যায় উত্তর কোরিয়ার চার নাগরিক। এই চারজন ন্যাম হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ মালয়েশীয় তদন্তকারীদের। তাদের ধরতে গত মাসে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল মালয়েশীয় পুলিশ।

ন্যামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যে সাতজন উত্তর কোরীয়কে শনাক্ত করেছে মালয়েশিয়া দেশে ফিরে যাওয়া এই চারজন তাদের অন্যতম।

এই চারজনকে উত্তর কোরীয় ‘গুপ্তচর’ বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো।