ছেলের ডিএনএ দিয়ে ন্যামের মৃতদেহ শনাক্তের দাবি মালয়েশিয়ার

ছেলের শরীর থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার ভিত্তিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং-ন্যামের মৃতদেহ শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে মালয়েশিয়া।

>>রয়টার্স
Published : 15 March 2017, 09:51 AM
Updated : 15 March 2017, 05:56 PM

বুধবার দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ন্যামের মৃতদেহ শনাক্ত করার কথা জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আবারও নিশ্চিত করছি এটি কিম জং ন্যামের লাশ। তার ছেলের কাছ থেকে নেওয়া একটি স্যাম্পলের ভিত্তিতে এটি নিশ্চিত করা হচ্ছে।”

তবে মালয়েশিয়া কিভাবে এ নমুনা পেল বা কিম জং ন্যামের কোন ছেলের কাছ থেকে এটি এসেছে তা জানান নি তিনি।

কিম জং ন্যামকে ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে হত্যা করা হয়। মালয়েশীয় পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে দুই নারী অতি বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট ন্যামের মুখে মেখে দিয়ে তাকে হত্যা করেছে।

কিন্তু উত্তর কোরিয়া এখনও কুয়ালালামপুর বিমানবন্দরে নিহত ব্যক্তিকে কিম জং ন্যাম বলে স্বীকার করেনি।

কারণ, নিহত ব্যক্তির কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে তার নাম কিম চোল লেখা ছিল। এ পর্যন্ত তার কোনো নিকটাত্মীয় মালয়েশিয়া গিয়ে লাশের মালিকানাও দাবি করেনি।

উত্তর কোরিয়ার পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে আসা কিম জং ন্যাম  কয়েকবছর আগে নির্বাসনে চলে গিয়ে চীনের ম্যাকাউয়ে আশ্রয় নিয়ে বসবাস করে আসছিলেন।

কিম হ্যান সোল বলে নিজেকে পরিচয় দেওয়া এই ব্যক্তিই ন্যামের ছেলে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স

গত সপ্তাহে ন্যামের ছেলে দাবি করে এক তরুণ ভিডিও ফুটেজ প্রকাশ করে। সে তার মা এবং বোনের সঙ্গে আছে বলে জানায়।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগ ভিডিও’র ওই তরুণ ন্যামের ২১ বছর বয়সী ছেলে হান সোল বলে তার পরিচয় নিশ্চিত করে।

ন্যাম হত্যাকাণ্ড নিয়ে মালয়েশিয়া ও উত্তর কোরিয়া কূটনৈতিক দ্বন্দ্বে রয়েছে।

পরিবারের ডিএনএ না পাওয়া পর্যন্ত ন্যামের লাশ এবং এর ময়নাতদন্তের প্রতিবেদন উত্তর কোরিয়াকে হস্তান্তর করতে এর আগে অস্বীকৃতি জানিয়েছিল মালয়েশিয়া।

লাশের ময়নাতদন্ত এবং খুনের ঘটনা খতিয়ে না দেখেই লাশ ফেরত দেওয়ার উত্তর কোরিয়ার অনুরোধও মালয়েশিয়া নাকচ করেছে।