আফ্রিকার দুর্ভিক্ষে আড়াই কোটি ডলার সহায়তা জাপানের

আফ্রিকার দুর্ভিক্ষের জন্য আড়াই কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান সরকার।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 11:18 AM
Updated : 14 March 2017, 11:18 AM

সাম্প্রতিক সময়ে সুদান, সোমালিয়াসহ বেশ কয়েকটি দেশে দুর্ভিক্ষের খবর আন্তজার্তিক সংবাদমাধ্যমগুলোতে প্রচারের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে সুদানের খাদ্য সংকট মোকাবেলায় ৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি। একই সাথে পুষ্টিকর খাবার, পানীয় বিশ্ব খাদ্য প্রকল্প ও অন্যন্য সংস্থার মাধ্যমে সরবারহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ দুর্ভিক্ষ মোকাবেলায় জাপানের সহায়তা চাইলে শিনজো আবের নেতৃত্বে মন্ত্রী পরিষদের এক বৈঠকে এই অর্থ বরাদ্ধের ঘোষণা দেওয়া হয়।

জাপান সরকার যখন আফ্রিকার দুর্ভিক্ষে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তখন দেশটিতে রোববার সন্ধ্যায় চারদিনে সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নেতৃত্বে দেড় হাজার সফরসঙ্গী নিয়ে পুরো টোকিও বিলাসবহুল হোটেল, ট্রাক্সি, গাড়ি ভাড়া করে সমালোচনার জন্ম দিয়েছেন।

সৌদি বাদশাহের এ শাহী সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যপক সমালোচনা হচ্ছে। ১০ টি উড়োজাহাজে সহস্রাধিক যাত্রীর রাজকীয় সফর জাপানের ইতিহাসে সবচেয়ে বড় ভিআইপি সফর।