মসুলে ‘আটকা পড়েছে’ আইএস জঙ্গিরা: মার্কিন দূত

ইরাকের মসুলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ‘পুরোপুরি’ আটকা পড়েছে। তারা মারা পড়বে বলে জানিয়েছেন আইএসবিরোধী জোটের অভিযানের সমন্বয়কারী মার্কিন দূত ব্রেট ম্যাকগার্ক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 05:52 AM
Updated : 13 March 2017, 05:52 AM

মসুল থেকে বাইরে যাওয়ার শেষ পথটি ইরাকি বাহিনী বিচ্ছিন্ন করে দেওয়ায় আইএস যোদ্ধারা ভেতরে আটকা পড়েছে বলে জানান তিনি।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম মসুল শহরটি ২০১৪ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।

ইরাকে আইএসের শেষ এই বড় ঘাঁটি মসুলের দখল ফিরে পেতে ইরাকি বাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় কয়েকমাস অভিযান চালিয়ে এরই মধ্যে একটি বড় অংশ পুনর্দখল করেছে।

মসুলের পূর্বাঞ্চল এখন ইরাকি বাহিনীর দখলে। তাছাড়া ৫ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে জঙ্গিরা মসুলের পশ্চিমের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা থেকে সরে গেছে।

বাগদাদে রোববার ব্রেট ম্যাকগার্ক সাংবাদিকদের বলেন, “গত সপ্তাহের শেষ দিকে তুমুল লড়াই চলেছে। এর মধ্যে মাত্র গতরাতে নাইনথ ইরাকি আর্মি ডিভিশন... মসুল থেকে বাইরে বেরোনোর শেষ পথটি বিচ্ছিন্ন করে দেয়।”

তিনি আরও বলেন, “মসুলে কোনও আইএস যোদ্ধা থেকে গেলে তারা মারা পড়বে। কারণ তারা আটকা পড়েছে।”

“সুতরাং আমরা মসুলে কেবল আইএস কে হারাতেই প্রতিশ্রুতিবদ্ধ নই, বরং তারা যাতে পালাতে না পারে সেটিও নিশ্চিত করা হবে।”

ইরাকি বাহিনী রোববার জানিয়েছে, পশ্চিম মসুলের এক-তৃতীয়াংশের বেশি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।