যুক্তরাজ্যের নির্বাচনেও রুশ হ্যাকারদের হস্তক্ষেপের আশঙ্কা

যুক্তরাজ্যের পরবর্তী জাতীয় নির্বাচনে রুশ হ্যাকারদের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 04:08 PM
Updated : 12 March 2017, 04:08 PM

এ নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করেছেন ব্রিটিশ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ‘গভার্ণমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার্স’ (জিসিএইচকিউ) এর কর্মকর্তারা।

‘দ্য সানডে টাইমস’ পত্রিকা জানায়, জিসিএইচকিউ-এর ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) প্রধান নির্বাহী ক্যারেন মার্টিন যুক্তরাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে দলীয় ইন্টারনেট ব্যবস্থার নিরাপত্তা জোরদার করতে সাহায্যের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন।

জিসিএইচকিউ বিশেষজ্ঞরা ‘অগ্রাধিকার ভিত্তিতে’ বিদেশি হ্যাকারদের হাত থেকে যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থাকে সুরক্ষার কাজ করে যাচ্ছেন।

সংস্থাটির আশঙ্কা, রুশ সরকার সমর্থিত হ্যাকারার দলের অভ্যন্তরীন ইমেইল চুরি করে বা লিক করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের অবস্থানের ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে।

তাই তারা রাজনৈতিক দলগুলোর ‘ব্যক্তিগত তথ্য’ রক্ষায় সহায়তার প্রস্তাব দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকাররা বিরোধী ডেমক্রেটিক পার্টির অন্তত ২০ হাজার গোপন ইমেইল হ্যাক করেছে বলে অভিযোগ রয়েছে।

এমনকি ২০১৫ সালে জার্মানির পার্লামেন্টের কম্পিউটার ব্যবস্থায় অবৈধ প্রবেশের অভিযোগও রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

যে কারণে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর অনলাইন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।