হোয়াইট হাউজে অনুপ্রবেশকারী যুবক গ্রেপ্তার

ব্যাগকাঁধে এক যুবক হোয়াইট হাউজের সীমানা প্রাচীর বেয়ে ভেতরে প্রবেশ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

>>রয়টার্স
Published : 12 March 2017, 03:52 PM
Updated : 13 March 2017, 11:41 AM

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছেন, এটা প্রেসিডেন্টের বাসভবণের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।

শনিবার সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, “শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি সাউথ গ্রাউন্ডস প্রাঙ্গণের সীমানা প্রাচীর বেয়ে উপরে উঠলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন।”

আদালতে জমাপড়া কাগজপত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্যালির্ফোনিয়ার বাসিন্দা ২৬ বছরের ওই তরুণের নাম জনাথন ট্রান।

কলাম্বিয়া জেলা অ্যাটর্নির মুখপাত্র বলেন, শনিবার একজন বিচারক ট্রানকে আটকে রাখার নির্দেশ দেন। সোমবার ফেডারেল কোর্টে তাকে হাজির করার দিন ধার্য হয়েছে।

এ ঘটনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শনিবার বিকালে ওয়াশিংটনে নিজের গল্ফ কোর্সে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “গোয়েন্দা সংস্থা চমৎকার কাজ দেখিয়েছে।”

ট্রানের বিরুদ্ধে প্রবেশ সংরক্ষিত এলাকায় ‘মারাত্মক অস্ত্র’ নিয়ে প্রবেশের এবং অবস্থানের অভিযোগ আনা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়ের মুখপাত্র বিল মিলার।

দোষী সাব্যস্ত হলে ট্রানের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলেও জানান তিনি।

ধরাপড়ার পর ট্রান দাবী করেন, তিনি প্রেসিডেন্টের বন্ধু ছিলেন এবং ট্রাম্পের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

তার কাছে পেপার স্প্রের দুইটি ক্যান, যুক্তরাষ্ট্রের একটি পাসপোর্ট, একটি ল্যাপটপ এবং ট্রাম্পের লেখা একটি বই ছিল।

তার কাছে ট্রাম্পকে লেখা একটি চিঠিও ছিল। যেখানে, ‘রুশ হ্যাকারদের’ নিয়ে তার বক্তব্য এবং তার কাছে এ বিষয়ে তথ্য থাকার কথা লিখেছেন ট্রান।

ট্রান অতীতে কখনও গ্রেপ্তার হননি বলেও জানানে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।