পার্কের গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে গ্রেপ্তারের দাবিতে রাজধানী সিউলে বিক্ষোভ মিছিল হয়েছে।

>>রয়টার্স
Published : 11 March 2017, 03:11 PM
Updated : 11 March 2017, 03:11 PM

শনিবারের ওই বিক্ষোভে পার্ক বিরোধীরা ‘কারাগারে যাও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে আসে।

এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চুপই আছেন পার্ক।

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের যে সিদ্ধান্ত পার্লামেন্ট দিয়েছিল, শুক্রবার তা বহাল রেখে রায় দেয় দেশটির সাংবিধানিক আদালত।

এর প্রতিবাদে পার্কপন্থিদের আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পার্ক সমর্থকের মৃত্যু হয়।

৭৪ বছরের তৃতীয় আরেক ব্যক্তি বিক্ষোভের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পরে শনিবার হাসপাতালে মারা ‍যান।

তবে শনিবারের বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

টি.এইচ কিম নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “অভিশংসনই শেষ নয়। আমরা ছেড়ে দেব না, আমরা এখনও আমাদের দাবি পূরণে একজোট হয়ে সামনে এগিয়ে যাচ্ছি।”

ব্যক্তিগত লাভের লক্ষ্যে এক পুরোনো বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন এমন অভিযোগে গতবছরের মাঝামাঝি সময়ে সংসদে ও রাজপথে পার্কের ‍বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

এক পর্যায়ে তিনি পদত্যাগ করতে চাইলেও বিরোধীরা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনে।গতবছর ৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ওই প্রস্তাব ২৩৪-৫৬ ভোটে অনুমোদন পায়।

নিজ দলের পার্লামেন্ট সদস্যরাও সেদিন পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেন বলে ধারণা করা হয়।

৬৫ বছর বয়সী পার্ক পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম নারী, যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন।

সায়েনুরু পার্টির এ শীর্ষ নেতা ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার একাদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।