সুইজারল্যান্ডে ক্যাফেতে হামলায় নিহত ২

সুইজারল্যান্ডের বাসেল শহরে একটি ক্যাফেতে বন্দুকধারীদের হামলায় দুই জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 08:26 AM
Updated : 10 March 2017, 08:45 AM

দ্য সান এর খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুই বন্দুকধারী ক্যাফে ফিফটিসিক্স এ ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যায়।

বাসেল প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “দুই ব্যক্তি ক্যাফে ফিফটিসিক্সে প্রবেশ করে কয়েকবার গুলি চালায়। ক্যাফের দুইজন অতিথি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।”

হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন বাসেল কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমে ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, “সেখানে ঠিক কি হয়েছিল বা কি কারণে হামলা হয় তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

রাইন নদীর তীরে আবাসিক এলাকায় অবস্থিত ওই ক্যাফের জানালায় গুলির চিহ্ন রয়েছে। সেখান থেকে প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

হামলার পর দুই বন্দুকধারী শহরের রেলস্টেশনের দিকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।