সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ ১৪ বেসামরিক নিহত

সিরিয়ায় বিমান হামলায় ছয়টি শিশুসহ ১৪ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

>>রয়টার্স
Published : 9 March 2017, 09:27 AM
Updated : 9 March 2017, 09:30 AM

বৃহস্পতিবার ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত আল রাক্কা শহরে হামলাটি চালানো হয়ে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংগঠনটি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমানগুলো হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে অবজারভেটরি। এই বাহিনীটি সিরিয়া ও ইরাকে আইএস-বিরোধী অভিযানে যুক্ত আছে এবং সিরিয়ায় তারা দেশটির সরকার-বিরোধী মধ্যপন্থি বিদ্রোহী জোট বাহিনীকে সমর্থন দিচ্ছে।

এর আগে বুধবার সিরীয় বিমান বাহিনী রাজধানী দামেস্কের পূর্ব দিকে দামেস্ক প্রদেশের বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরগুলোতে বোমাবর্ষণ করে।

আল কায়েদার দলছূট একটি অংশের নিয়ন্ত্রিত তিনটি শহরে এসব হামলা চালানো হয়। এসব বিমান হামলায় বেসামরিক এলাকাগুলোও আক্রান্ত হয়েছে এবং তাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।