কিম জং ন্যামের ছেলের রহস্যজনক ভিডিও

মালয়েশিয়ায় খুন হওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের ছেলে দাবি করে একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 02:29 PM
Updated : 8 March 2017, 02:29 PM

সেন্সর করা সংক্ষিপ্ত আকারের ওই ভিডিও বার্তায় এক তরুণকে বলতে শোনা যায়, “আমার নাম কিম হান-সোল। আমি উত্তর কোরিয়ার বাসিন্দা, কিম পরিবারের সদস্য।”

“আমি আমার মা ও বোনের সঙ্গে আছি।”

তবে তিনি কোথায় আছেন বা কবে এই ভিডিও ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই ন্যাম হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম কিম পরিবারের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বললেন।

গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ নিষিদ্ধ গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে ন্যামকে হত্যা করা হয়।

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা বলছে, ভিডিও’র ওই তরুণ ন্যামের ছেলে কিম হান-সোল।

ভিডিওতে হান-সোলকে বাবার মৃত্যু নিয়ে কথা বলতে দেখা গেছে। চিওলিমা সিভিল ডিফেন্স নামে একটি গ্রুপ অনলাইনে ভিডিওটি পোস্ট করে।

বিবিসি জানায়, ভিডিওতে সোলকে নিজের পরিচয় প্রমাণ করার জন্য উত্তর কোরিয়ার একটি কূটনৈতিক পাসপোর্ট দেখাতে দেখা যায়। যদিও পাসপোর্টের তথ্য ঝাপসা করে দেওয়া হয়েছিল।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি কারও প্রতি ‘কৃতজ্ঞ’। কিন্তু অডিওতে ওই জায়গায় সেন্সর করা হয়।

সবশেষে সলকে বলতে শোনা যায়, “আমাদের আশা দ্রুত এ বিষয়ের আর ভাল কিছু হবে।”

কে এই কিম হান-সোল:

ধারণা করা হয়, ২১ বছরের কিম হান-সোল বাবার সঙ্গে চীন এবং ম্যাকাউতে বেড়ে উঠেছেন।

 উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পরিবারের সদস্য হলেও পরিবার থেকে বিচ্ছিন্ন পিতার কারণে তিনি সাধারণ জীবন যাপনই করেছেন।

 ২০১২ সালে বসনিয়া থেকে ফিনিস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সল বলেন, তিনি কখনও তার ক্ষমতাসীন চাচা বা দাদাকে দেখেননি।

“আমি সবসময়ই স্বপ্ন দেখি একদিন আমি সেখানে ফিরে যাব এবং উত্তর কোরিয়ার মানুষদের জন্য সবকিছু আরও ভাল এবং সহজ করে তুলব।”বসনিয়াতে পড়াশুনা করেন কিম হান-সোল।