বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে স্ট্যাচু অব লিবার্টি

অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাটে স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি কয়েক ঘন্টার জন্য অন্ধকারে ঢাকা পড়েছিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 09:22 AM
Updated : 8 March 2017, 09:22 AM

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপের মূর্তিটিকে আলোকিত করে রাখা বাতিগুলো বিদ্যুৎ ‘বিভ্রাটের’ কারণে নিভে গিয়েছিল। এটি কোনো পরিকল্পিত ঘটনা ছিল না বলে জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে ঘটনাটিকে পরিকল্পিত বলে ধরে নিয়েছিলেন।

বুধবার আন্তর্জাতিক নারী দিবসকে সামনের রেখে যুক্তরাষ্ট্রে ডাক দেওয়া ‘নারীর প্রতি বৈষম্যহীন একটি দিন’ প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্ট্যাচু অব লিবার্টির বাতিগুলো নিভিয়ে রাখা হয়েছিল বলে মনে করেছিলেন তারা।

কিন্তু পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ কাজের জন্যই সম্ভবত বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটি ঘটেছে।

২০১২ সালে ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডবে স্ট্যাচু অব লিবার্টির বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই সময় একমাসের জন্য লিবার্টি পার্কটি বন্ধ রাখা হয়েছিল। সেগুলো পুনর্নির্মাণের কাজ এখন শেষ হওয়ার পথে।

স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে বিদ্যুৎ ব্যবস্থা সচল হওয়ার পর বাতিগুলো জ্বলে উঠলে স্ট্যাচু অব লিবার্টিতে নেমে আসা সাময়িক অন্ধকার দূর হয়ে যায়।