যুক্তরাষ্ট্রে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি রেলওয়ে ক্রসিংয়ে মালবাহী একটি ট্রেনের ধাক্কায় একটি পর্যটন বাসের চার যাত্রী নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 8 March 2017, 06:24 AM
Updated : 8 March 2017, 06:26 AM

মঙ্গলবার মিসিসিপির বেলক্সি শহরের এ দুর্ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

বেলক্সি শহরের কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসের অস্টিন থেকে আসা বাসটি একটি ক্যাসিনোর দিকে যাচ্ছিল, কিন্তু অজ্ঞাত কারণে বাসটি ট্রেন লাইনের ওপর থেমে ছিল।

এ সময় ট্রেনটি বাসটিতে আঘাত করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

বেলক্সি শহরের মুখপাত্র ভিনসেন্ট ক্রিল জানিয়েছেন, ওই ক্রসিংটিতে ‘লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স’ সতর্কতা দেওয়া আছে, এর অর্থ বড় কোনো গাড়ি লাইনে আটকা পড়ে যেতে পারে।

তবে এ দুর্ঘটনার ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করতে পারনেনি তিনি। ফেডারেল কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।  

এক সংবাদ সম্মেলনে বেলক্সির পুলিশ প্রধান জন মিলার জানিয়েছেন, বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, অপরজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

আহত ৪০ জনেরও বেশি যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর চারজন চিকিৎসা গ্রহণ করতে রাজি হননি বলে এক বিবৃতিতে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। 

আহতদের মধ্যে নয়জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন ক্রিল।