ভারতে গর্ভপাত করা ১৯টি কন্যাভ্রুণ উদ্ধার

ভারতে  থামছে না কন্যাভ্রূণ হত্যা। এবার মহারাষ্ট্রে একটি হাসপাতালের কাছে ১৯টি কন্যাভ্রুণ খুঁজে পেয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 04:32 PM
Updated : 6 March 2017, 04:32 PM

সাংলি জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, “ভ্রুণগুলোকে গুম করতে সেগুলো মাটিচাপা দেওয়া হয়।”

পুলিশের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, অবৈধভাবে গর্ভপাত করতে গিয়ে এক নারীর মৃত্যুর ঘটনা তদন্তের সময় পুলিশ ভ্রুণগুলো খুঁজে পায়।

সমাজকর্মীরা বলেন, এ ঘটনা প্রমাণ করে এতো সচেতনতামূলক প্রচারের পরও ভারতে মেয়েভ্রুণ হত্যা কমেনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘গর্ভপাত’ করাতে গিয়েই ওই নারীর মৃত্যু হয়। পুলিশ অকালজাত ভ্রুণটি খুঁজতে স্থানীয় একটি হাসাপাতাল এলাকায় তল্লাশি চালিয়ে ওই ভ্রুণগুলো উদ্ধার করে।

পুলিশ সুপার দত্তত্রেয় সিন্ধে বিবিসি’কে বলেন, “খুব সম্ভবত এটি অবৈধ গর্ভপাত করানোর একটি চক্রের কাজ। আমরা নিহত নারীর স্বামীকে গ্রেপ্তার করেছি। এছাড়া, যে চিকিৎসক ওই নারীর গর্ভপাত করিয়েছেন তার খোঁজে তল্লাশি চলছে।”

ভারতে ভ্রূণের লিঙ্গ সনাক্ত এবং লিঙ্গজনিত কারণে গর্ভপাত অবৈধ।

ছবি: স্ক্রিণশট